
নতুন পাল্টা শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।
পোস্টে লেখা হয়েছে, ‘আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দিয়ে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করায় আপনাকে ধন্যবাদ, মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহযোগিতা করার জন্য আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাবো।’
এরআগে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বুধবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, আগামী ৯০ দিনের জন্য নতুন শুল্কনীতি স্থগিত থাকবে। তবে চীন ছাড়া সকল দেশের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। তিনি চীনের ওপর ১২৫ শতাংশ হারে শুল্কআরোপ করেন। এবং জানান, এই শুল্ক এখন থেকে কার্যকর হবে।
Comments