Image description

কিশোরগঞ্জের ভৈরবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৭ জন ঢাকা ও কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার(১৫ এপ্রিল) বিকালে উপজেলার মৌটুপি এলাকায় সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সরকার বাড়ি ও কর্তা বাড়ির লোকজনের মধ্যে ৬৬ বছর ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে গত বছরের ৩১ অক্টোবর কর্তা বাড়ির লোকজনের হামলায় সরকার বাড়ির কাইয়ুম নিহত হন। এ ঘটনার মামলায় কর্তা বাড়ির লোকজন জামিনে এলে আজ তুচ্ছ ঘটনায় দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রূহানী বলেন, ‘আজ বিকালে মৌটুপি গ্রামের সরকার বাড়ির সাদেকপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সরকার মো. সাফায়েত উল্লাহ এবং কর্তা বাড়ির সাবেক চেয়ারম্যান মো. তোফাজ্জল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি ফুয়াদ রোহানী।