এসএসসি পরীক্ষায় নকল সরবরাহ: যুবকের কারাদণ্ড, বহিষ্কার ১৫ পরীক্ষার্থী

কুমিল্লার নাঙ্গলকোটে এসএসসি পরীক্ষায় নকল সরবরাহে দায়ে ইমরান হোসেন (১৯) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ডা. যোবায়েদা হান্নান হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন এই দণ্ড দেন। এছাড়াও আরো চার কেন্দ্রের ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
জানা যায়, ইংরেজি ২য় পত্র চলাকালে পেরিয়া ইউনিয়নের ডা. যোবায়েদা হান্নান হাই স্কুল এন্ড কলেজ পরিদর্শনে যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন। এর আগে কেন্দ্রের ট্যাক অফিসারের দায়িত্বে থাকা শহীদুল ইসলাম হল পরিদর্শনে গেলে, ইমরান হোসেন নামে একজনকে নকল হাতে তার আত্মীয়কে দিতে দেখতে পান । তাৎক্ষণিক পুলিশের সহযোগিতায় তাকে কেন্দ্রের তৃতীয় তলা থেকে আটক করা হয়। পরে ম্যাজিস্টেট তাকে গাড়ি দিয়ে উপজেলায় আনার সময় এলাকার কিছু লোক ম্যাজিস্ট্রেটের গাড়ি গতিরোধ করে ছেড়ে দেয়ার জন্য বলে। এছাড়া বিভিন্ন কেন্দ্রে অসদুপায়ের দায়ে ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন বলেন, নকল দেয়ার অপরাধে ট্যাক অফিসার তাকে আটক করে অফিসে রাখে। পরে তাকে নিয়ে আসার সময় এলাকার জনসাধারণ গাড়ি সামনে দাড়িয় হট্টগোল করে। পরে তাকে উপজেলায় নিয়ে এসে কারাদণ্ড দেয়া হয়েছে।
Comments