তাহিরপুরে প্রাথামিক বিদ্যালয়ের ১৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ
বিধিবহির্ভূতভাবে বিদ্যালয় থেকে বদলি হয়ে নতুন বিদ্যালয়ে যোগদান করায় তাহিরপুরে ১৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা। ওই শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর সুপারিশ করা হবে না, এর ব্যাখ্যা আগামী ৩ নভেম্বরের মধ্যে জমা দিতেও বলা হয়েছে।
সেই সঙ্গে যারা অবৈধভাবে বদলি নিয়ে নতুন বিদ্যালয়ে যোগদান করেছেন তাদের ১ নভেম্বর থেকে বিদ্যালয়ে কার্যক্রম পরিচালনায় নিষেধাজ্ঞা ও উপস্থিতি স্বাক্ষরের সুযোগ না দেওয়ার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তাছাড়া তাদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে পূর্বের বিদ্যালয়ে ফেরত গিয়ে শিক্ষকদের কার্যক্রম পরিচালনার জন্যও বলা হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিস্থাপন সাপেক্ষে দুইজন শিক্ষককে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বদলির আদেশ দেন। কিন্তু প্রতিস্থাপন হওয়ার আগেই, তারা অন্য স্কুলে চলে যান।
তিনজন শিক্ষকের মধ্যে শিক্ষিকা সবেধন নীলমনি মাতৃত্বকালীন ছুটিতে চলে যাওয়ায় এখন স্কুলটিতে কোনো শিক্ষক-ই নেই। বর্তমানে স্কুলটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। অন্য আরো পাঁচটি স্কুলে একইভাবে একজন ও দুইজন করে শিক্ষক প্রতিস্থাপন হবার আগেই অন্য স্কুলে বদলি হওয়া শিক্ষক চলে যাওয়ায় বিদ্যালয়গুলো এক শিক্ষকের স্কুলে পরিণত হওয়া স্কুল গুলো হচ্ছে মাহমুদ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কলা পারা সরকারী প্রাথমিক বিদ্যালয় ওদুলভ পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া বলেন, দায়িত্বশীল কাজ না করায় ১৩ জন শিক্ষককে নোটিস দেওয়া হয়েছে শিবরাম পুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এখন কোনো শিক্ষকই নেই, শিক্ষক না থাকায় আমরা বিব্রত অবস্থায় আছি।




Comments