Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজাদের হামলায় হাসমত উল্যাহ (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও পুত্রবধূ আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে রামগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বাঁশঘর এলাকার আহম্মদ আলী হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত হাসমত উল্যাহ ওই বাড়ির মৃত আহম্মদ আলীর ছেলে। অভিযুক্তরা হলেন নিহতের ভাতিজা তোফায়েল (৩৪) ও মোহন (৩০)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসমত উল্যাহর সঙ্গে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। প্রায় এক মাস আগে স্থানীয়ভাবে সালিশি বৈঠকের মাধ্যমে বিষয়টির মীমাংসাও করা হয়। কিন্তু সম্প্রতি নিহতের দুই ভাতিজা বিদেশ থেকে দেশে ফিরে আসেন। সোমবার রাতে তারা বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করলে হাসমত উল্যাহ বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ভাতিজারা তার ওপর হামলা চালায়।

নিহতের পুত্রবধূ খাদিজা আক্তার বলেন, ‘রাত ১০টার দিকে আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে আমাদের বসতঘরে হামলা চালানো হয়। শব্দ শুনে আমার শ্বশুর ও আমি ঘর থেকে বের হতেই আমার ভাসুরের ছেলে মোহন ও তোফায়েলসহ একদল সন্ত্রাসী এলোপাতাড়ি পেটাতে থাকে। তাদের আঘাতে ঘটনাস্থলেই আমার শ্বশুরের মৃত্যু হয়।’

তিনি আরও অভিযোগ করেন, ‘হামলাকারীরা আমাকে ও আমার শাশুড়িকেও মারধর করেছে। আমি ঘরে ঢুকে ‘৯৯৯’-এ কল দিলে তারা ক্ষিপ্ত হয়ে আমার মোবাইল ফোন ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হাসমত উল্যাহকে উদ্ধার করে রামগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে।