Image description

জুলাই-আগস্টের আন্দোলনে আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা দিতে বিলম্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বিলম্বের কারণ জিজ্ঞাসা করে তিনি বলেছেন, ‘আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।’

শনিবার (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজস্ব প্রোফাইল এক পোস্টে তিনি এই কথা বলেন।

সারজিস আলম লিখেছেন, ‘যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো, তাদের চিকিৎসা আর আর্থিক সহযোগিতার ক্ষেত্রে সরকারের এতো দীর্ঘসূত্রিতা কেন? আপনারা না পারলে আমাদের দায়িত্ব দেন।'

মানবকণ্ঠ/এসআরএস