Image description

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। বিভিন্ন অনুষদের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাসের প্রতিটি বিভাগ। এরই মধ্যে সম্মান প্রথম বর্ষের (২০২৩-২০২৪) কলা ও সমাজবিজ্ঞান অনুষদের নবাগত শিক্ষার্থীদের বরণ করা হয় (সোমবার) ২১ অক্টোবর ।

ওরিয়েন্টেশন প্রোগ্রামে কলেজটির অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মণ্ডল জানান, আজকের আয়োজনের কেন্দ্রবিন্দু নবীন শিক্ষার্থীরা। তোমরা যথার্থভাবে ক্লাস করবে, ভালো রেজাল্ট করবে এবং যথার্থ মানুষ হয়ে উঠে আগামী দিনের সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে৷

বিভিন্ন বিভাগীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ।