জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জাকসু চালুর দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৩টায় এই অবরোধ শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে একটি মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি নতুন প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
অবরোধে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, তারা বিশ্ববিদ্যালয়ে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করে শিক্ষার্থীদের জন্য একটি গণতান্ত্রিক প্ল্যাটফর্ম হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) পুনরায় চালুর দাবি জানাচ্ছেন। তারা ইতোমধ্যেই পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর সংগ্রহ করে প্রশাসনের কাছে জমা দিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নিতে গড়িমসি করছে।
গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহ্বায়ক আব্দুর রশীদ জিতু বলেন, আমরা লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি বন্ধ করে জাকসু চালু করতে বহুবার প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। একই দাবিতে আমরা পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীর গণস্বাক্ষর জমা দিয়েছি। আমরা বলে দিতে চাই আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।
Comments