Image description

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে এক নারী শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মরদেহের পাশ থেকে ‘আমি দুঃখিত, আমি ব্যর্থ একজন মানুষ’ ইংরেজিতে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। শুক্রবার ভোর ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসে একটি ফ্ল্যাট বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন।

নিহত তাজরিয়ান আহমেদ সোয়ারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তার বাসা ঢাকায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খোঁজ পেয়ে আমরা ফ্লাটে এসে দেখি তাজরিয়ান আহমেদ সোয়ারা সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পুলিশ ও প্রক্টরিয়াল বডির তদারকিতে তার মরদেহ থানায় পাঠানো হচ্ছে। তার পরিবারের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে।

মাণববকন্ঠ/আরআই