জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় দুই দিনের আলটিমেটাম শেষে রেজিস্ট্রার ভবনে তালা দিয়ে অবরোধ করছে ৫৩ ব্যাচের শিক্ষার্থীরা। রোববার (২৪ নভেম্বর) সকালে রেজিস্ট্রার ভবনের দুই গেটে তালা ঝুলিয়ে সেখানে বসে অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। এতে রেজিস্ট্রার ভবনে সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মশাল মিছিল শেষে অপরাধী রিকশাচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দুদিনের আলটিমেটাম দিয়েছিল শিক্ষার্থীরা।
অবরোধে অবস্থান নেওয়া বাংলা বিভাগের ৫৩ ব্যাচের এক শিক্ষার্থী বলেন, রাঁচি গত ১৯ তারিখ মারা যাওয়ার পর থেকে ক্যাম্পাসে আমাদের নানা কর্মসূচি চলমান ছিল। সর্বশেষ কর্মসূচি ছিল বৃহস্পতিবার মশাল মিছিল। সেই মশাল মিছিলে আমরা দাবি জানিয়েছিলাম যাতে অপরাধী চালককে খুঁজে বের করে আইনের আওতায় আনা হয়। এজন্য আমরা প্রশাসনকে দুদিনের সময়ও দিয়েছি। কিন্তু তারা কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। এমনকি এ বিষয়ে আমাদের আশ্বাসও দিতে পারেনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) মাহাফুজুর রহমান বলেন, প্রথম বর্ষের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তাদের আশ্বাস দিয়েছি, আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তাদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় জাবির মার্কেটির বিভাগের শিক্ষার্থী আফসানা কারিস রাচি গুরুতর আহত হয়। পরবর্তীতে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।
মানবকণ্ঠ/এসআর
Comments