Skip to main content

চুয়েটে র‍্যাগিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চুয়েট প্রতিনিধি
Image description

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) র‍্যাগিংয়ে অভিযোগে ১১ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত পৃথক ১১টি  বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

কারণ দর্শানোর নোটিশ পাওয়া শিক্ষার্থীরা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। তাঁদের বিরুদ্ধে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কয়েকজন শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ আছে।

শোকজে বলা হয়েছে, ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২৩তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থীকে চুয়েটের প্রধান ফটকের বাইরে ইমাম গাজ্জালী কলেজের সামনে নিয়ে হেনস্তা করার অভিযোগে তদন্ত কমিটি ১১ জনকে অভিযুক্ত করেছে। এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির পরিপন্থী। তাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি মোতাবেক কেন তাঁদের বিরুদ্ধে এক বা একাধিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় নোটিশে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে সশরীর উপস্থিত হয়ে নোটিশের জবাব দিতে বলা হয় তাঁদের।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো.মাহবুবুল আলম বলেন, নবীন শিক্ষার্থীরা আসার পর তাদেরকে সহযোগিতা করা প্রয়োজন। সেখানে তাদের সাথে র‍্যাগিং এর ঘটনা ঘটা অমানবিক। বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। র‍্যাগিংয়ে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে ১১জন শিক্ষার্থীকে করাণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানোর পর তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মানবকণ্ঠ/এসআর


Comments