ক্যাম্পাসে ঐক্যের জন্য সবার আগে দরকার ছাত্র সংসদ নির্বাচন: শিবির সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন আওয়ামী দুঃশাসনের আমলের ক্যাম্পাস রাজনীতির সংস্কার চাই, যা শুরু হবে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। ক্যাম্পাসে ঐক্যের জন্য সবার আগে দরকার ছাত্র সংসদ নির্বাচন। বুধবার (৪ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোট আয়োজিত বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে আমলে নেতৃত্বের বিকাশ ঘটেনি। নেতৃত্বের বিকাশ চাইলে ছাত্র সংসদের বিকল্প নেই। আওয়ামী আমলে ক্যাম্পাস ছিল মাদক সন্ত্রাসের যায়গা। বিগত সময়ে ডাকসু নির্বাচন ছাড়া আর কোথাও ছাত্রসংসদ নির্বাচন হয়নি। যদি আমাদের প্রত্যয় ভিন্ন হয় তাহলে আমাদের বিপ্লব ব্যর্থ হবে। এছাড়া তিনি আরো বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতে ব্যর্থতার জন্য স্বাধীনতার ৫৩ বছরেও ক্যারিশমাটিক লিডার পায়নি জাতি। ২৪ এর আন্দোলনে শিবির রাজপথে ছিল যদি আবারও এমন দরকার হয় আবারো মাঠে নামবে শিবির।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক জোটের আয়োজনে দেশের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে ‘বিপ্লবোত্তর ছাত্র ঐক্য’ শীর্ষক সভার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
বিপ্লবোত্তর ছাত্র ঐক্য বিষয়ক সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক সাইফুল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সেক্রেটারি সুজন মোল্লা, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির জবি শাখার সভাপতি ইকবাল হোসেন শিকদার ও সেক্রেটারি আসাদুল ইসলাম, জবি ছাত্র অধিকার পরিষদের এ কে এম রাকিব, জাস্টিস ফর জুলাই’র মুখপাত্র মাইন আল মোবাশ্বের ও জবি’র আহবায়ক সজিবুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবির আহবায়ক ইভান তাহসিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নূর নবী, বাংলাদেশ ইসলামিক ছাত্র আন্দোলন জবির সেক্রেটারি আশিকুর রহমানসহ অন্যানরা।
জবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মামুন শেখ ও প্রেস ক্লাবের সভাপতি সুবর্ণ আসসাইফ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সভাপতিত্ব করেন জবি সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান তানভীর।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক জোটের মধ্যে রয়েছে- জবি রিপোর্টার্স ইউনিটি, জবি সাংবাদিক সমিতি এবং জবি প্রেসক্লাব।
Comments