জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলাকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা রাকেশ দাসকে পুলিশে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃত রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের উপ- প্রচার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর অনুসারী ছিলেন। তিনি গত ২৯ জুলাই কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলায় জড়িত ছিলেন। এদিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কয়েকজন শিক্ষার্থী রাকেশকে আটক করে। পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিনজন পুলিশ সদস্য তাঁকে আটক করে নিয়ে যায়।
কুমিল্লা (ডিবি)র অফিসার ইনচার্জ সাজ্জাদ করিম খান বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। সে ওই মামলার ১৪নং আসামি। এই কারণে আমরা রাকেশকে পুলিশের সহযোগিতায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।
উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সংসদ সদস্য বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের উপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে অংশ নেন রাকেশ দাস। ওই ঘটনায় প্রতিবেদকের হাতে আসা ফুটেজ বিশ্লেষণ করে এই বিষয়টি নিশ্চিত করা গেছে।
মানবকণ্ঠ/এসআর
Comments