Image description

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল উপশহরে প্রাইভেটকার চাপায় বুয়েটের শিক্ষার্থী নিহতের ঘটনায় সড়ক আইনে গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নূর মহসিন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইউম খান।

এদিকে ঘটনার ন্যায়বিচারের দাবিতে সকাল থেকেই জেলা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন নিহত মুহতাসিম মাসুদের সহপাঠীরাসহ বুয়েটের  শিক্ষার্থীরা। শুনানি পর্যন্ত তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় পূর্বাচলের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে ন্যায়বিচার প্রত্যাশা করেন নিহতের স্বজন ও সহপাঠীরা। 

এদিকে গতকাল শনিবার রূপগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন এই মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. জাহাঙ্গীর। তিনি বলেন, গ্রেপ্তার তিন আসামির ডোপ টেস্ট করা হলে আসিফ চৌধুরী ছাড়া বাকি দুজনের শরীরে অ্যালকোহলের উপস্থিতি পাওয়া যায়। তাই এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য আদালতকে জানানো হয়।