Image description

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাশকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে। 

আটকের বিষয়ে এসআই লিটন বলেন, তাকে আটক করা হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। 

এর আগে ২০১৬ সালের ১ আগস্ট নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। ১৬৪ ধারায় তিনি জবানবন্দিও দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

মানবকণ্ঠ/এসআর