জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সভাপতি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
রোববার (২৯ ডিসেম্বর) ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ কামরুল আহসান এবং উপদেষ্টা অধ্যাপক ড. শামছুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান উপাচার্য এবং অধ্যাপক ড. নুরুল ইসলাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ায় পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সভাপতি এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বোরহান উদ্দিন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবনির্বাচিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার সংগঠনের উন্নয়নে তার দীর্ঘ দিনের ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন। একইসঙ্গে, সম্পাদক অধ্যাপক ড. বোরহান উদ্দিন ফোরামের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন।
নতুন নেতৃত্বের অধীনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা জানিয়েছে।
মানবকণ্ঠ/এসআর
Comments