Image description

তিন দিনের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ চাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ দাবিতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করা হয়। এসময় ছাত্রদলের বিরুদ্ধে ডাকসু নির্বাচনের বিরোধিতার অভিযোগ তোলেন তাঁরা। তবে একে অপপ্রচার বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে জিয়া হল এলাকা থেকে শুরু হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয় বিক্ষোভকারীদের মিছিল। উপাচার্যের বাস ভবনের সামনে হয়েছে সংক্ষিপ্ত সমাবেশ।

মিছিলে এক শিক্ষার্থী বলেন, ‘ছাত্রলীগের মতো দানবের কবর রচিত হয়েছে। যদি ছাত্রদল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায়, তাহলে এই ক্যাম্পাসে ছাত্রদলেরও কবর রচিত হবে।’ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘অতিদ্রুত সময়ের মধ্যে উপাচার্য স্যারকে মেরুদণ্ড সোজা রেখে (ডাকসু নির্বাচনের) রোড ম্যাপ দিতে হবে এবং তাঁর সময়সীমা ৭২ ঘণ্টা মাত্র।’

তবে এই ঘটনার শুরু বৃহস্পতিবার বিকেলে সিনেট ভবনের সিন্ডিকেট বৈঠকে। এতে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের অংশ নেওয়ার খবরে সেখানে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিক্ষোভ করে ছাত্রদল নেতা-কর্মীরা। উপাচার্য পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে সেই বৈঠকেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ চান তাঁরা। তবে ছাত্রদল এর বিরোধিতা করলে, ঘটে বাকবিতণ্ডার ঘটনা। তবে এ অভিযোগ মানছেন না তারা।

ছাত্রদলের এক নেতা বলেন, ‘ডাকসু তো আমি এবং আমরা সবাই চাই। কিন্তু ডাকসু নির্বাচন করার জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড দরকার সেটা নেই।’

ডাকসু নির্বাচন নিয়ে ছাত্রদল-শিক্ষার্থীদের এই অবস্থান সামনে আরও বড় বিরোধ তৈরি করবে কিনা, এখন সে শঙ্কায় সাধারণ শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।