রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের দাবিতে প্রায় দুই ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সোমবার দুপুরে রাঙ্গামাটি শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে শহরে তীব্র যানজট এবং সাধারণ পথচারীর ভোগান্তি সৃষ্টি হয়।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন তিনের মধ্যে ভিসি নিয়োগের আশ্বাস দিলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের ব্যারিকেড প্রত্যাহার করে নেয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘ ৫ মাস ধরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নেই। সে কারণে তাদের পড়ালেখার ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। সুতরাং, যদি ৭২ ঘণ্টার মধ্যে ভিসি নিয়োগ না হয় তাহলে কঠোর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া হয়েছে। ইতোমধ্যে ভিসি নিয়োগের ফাইল শিক্ষামন্ত্রণালয়ে উঠেছে। আজ বিকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাবে। ওখান থেকে রাষ্ট্রপতি কার্যালয় যাবে। তিনি আরো বলেন, আগামীকাল বা পরশু ভিসি নিয়োগ দেওয়া হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments