মন্ত্রণালয় থেকে লিখিত রেজুলেশন না আসা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাট ডাউন কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি)বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত ব্রিফিং এ কথা জানান উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।
তবে রেজিস্ট্রার অফিস, মেডিকেল সেন্টার, ক্যান্টিন এবং ডিন ও বিভাগীয় অফিসগুলো শাটডাউনের আওতামুক্ত ঘোষণা করা হয়।
এ কে এম রাকিব বলেন, আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনী বাস্তবায়ন করবে বলে সম্মত হয়েছে এবং কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত উপনীত হবে বলে জানিয়েছে। প্রকল্পের সাইট পরিদর্শন করার জন্য সেনাবাহিনীর একটি টিম আগামী রোববার দ্বিতীয় ক্যাম্পাসে যাবে। উল্লিখিত সকল তথ্য আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মৌখিক বয়ানে জেনেছি কিন্তু কোনো প্রকার লিখিত ডকুমেন্টস এখনো হাতে পায়নি।
তিনি বলেন, লিখিত রেজুলেশন শিক্ষার্থীদের দাবির অনুকূলে না আসলে আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিবো।
এর আগে সকাল ৯টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প’ শীর্ষক প্রকল্পের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপন, ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী ও সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/এসআর
Comments