Image description

চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে আগামী রবিবার (১৯ জানুয়ারি) থেকে নিয়মিত ক্লাসে ফিরছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রেখে সোমবার থেকে শুরু করার জন্য অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি সকাল ৮টা থেকে আমাদের তিন দফা দাবিতে শুরু হওয়া গণ-অনশন কর্মসূচি এবং ১৩ জানুয়ারি থেকে চলমান ক্যাম্পাস শাটডাউন কর্মসূচির ফলে আমাদের দাবিগুলোর মধ্যে প্রথম দু’টি সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ বুঝিয়ে দেওয়ার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে বানীভবন হল ও ডা. হাবিবুর রহমান হলের স্টিল বেইজ স্ট্রাকচার নির্মাণে সেনাবাহিনীর অন্তর্ভুক্তির বিষয়টিও সামনে এসেছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও হয়, ‘তবে আমাদের তৃতীয় দাবি, ‘যতদিন আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা’ নিশ্চিত করতে হবে, যা এখনো পূরণ হয়নি।’

এই দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের আবাসন ভাতার বিষয়ে জরুরি ভিত্তিতে একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটি এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করে তা সংশোধিত বাজেট বা ২০২৫-২৬ বাজেটে অন্তর্ভুক্ত করে ইউজিসি-তে উপস্থাপন করবে এবং তা বাস্তবায়নে প্রচেষ্টা চালাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর আস্থা রেখে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার সিদ্ধান্তে আমরা আগামী রবিবার থেকে চলমান শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করছি। বিশেষ বিবেচনায়, রবিবার সেমিস্টার ফাইনাল ও মিডটার্ম না রাখার জন্য অনুরোধ করছি।

তবে যদি আমাদের তৃতীয় দাবির বিষয়ে কোনো অগ্রগতি দেখা না যায় তাহলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবো। পরিশেষে শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনের কাছ থেকে কার্যকর পদক্ষেপের প্রত্যাশা করছি।

মানবকণ্ঠ/আরএইচটি