
শিক্ষার্থীদের আন্দোলনের রেশ কাটতে না কাটতেই আবারো উত্তপ্ত হয়ে উঠল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তবে এবার দুজন প্রকৌশলীকে হুমকি এবং পরে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় উত্তপ্ততার দিকে এগোচ্ছে কুয়েট।
সোমবার কুয়েটের ভিসির কাছে হুমকির ঘটনা জানিয়ে দুজন প্রকৌশলী লিখিত অভিযোগ দেওয়ার পর সন্ধ্যায় একজনকে শারিরীকভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। কুয়েটের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে আবু হায়াত অভিযোগ করলেও হুমকি ও লাঞ্ছিতের কথা অস্বীকার করেন মোল্লা সোহাগ।
এদিকে, গত ১৮ ফেব্রুয়ারি ছাত্রদলের ফরম বিতরণকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একপর্যায়ে স্থানীয়রা জড়িয়ে গেলে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যে, দুই দফায় সিন্ডিকেট সভা ডেকে প্রথমে নয় দিনের জন্য এবং পরে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
সেই সঙ্গে শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেন কর্তৃপক্ষ। যার আলোকে শিক্ষার্থীরা হল ত্যাগ করলে এখন কুয়েট মোটামুটি শান্ত। তবে শিক্ষার্থীরা অনলাইনে তাদের প্রতিবাদ কর্মসূচি বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রেখেছে।
এভাবে কুয়েট কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের উত্তপ্ত অবস্থার কিছুটা অবসান হলেও প্রথম রমজানের দিন দুজন প্রকৌশলীকে হুমকি এবং দ্বিতীয় রমজানের ইফতারীর আগে একজনকে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় আবারও উত্তপ্ত হয়ে উঠছে কুয়েট। এমনকি কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১০টায় মানববন্ধন আহবান করা হয়েছে।
কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও নির্বাহী প্রকৌশলী (পুর) মো. গোলাম কিবরিয়া সোমবার কুয়েটের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়ে বলেছেন, কুয়েটের ১৩ নম্বর ভবনের ছাদের ওপরে ওয়াটার প্রুফিংয়ের কাজে নিয়োজিত বিএনপি নেতা ঠিকাদার মোল্লা সোহাগ। রবিবার বিকেলে তিনি প্রথমে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ বি এম মামুনুর রশিদ এবং অন্য নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
তাকে গালিগালাজ করতে নিষেধ করায় তিনি গোলাম কিবরিয়াকেও গালিগালাজ এবং হুমকি দেন। পরে তিনি একই পরিচয় দিয়ে নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেন।
কুয়েটের উপাচার্যের কাছে দুই নির্বাহী প্রকৌশলী লিখিত অভিযোগে বলেছেন, কুয়েটের ১৩ নম্বর ভবনের কাজের ছাদের ওয়াটার প্রুফিংয়ের কাজের দর প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজারদরের সঙ্গে সরকারি নিয়মানুযায়ী ভ্যাট, আইটি ও ১০% প্রফিট (অফিসিয়ালিভাবে পূর্ব নির্ধারিত) যুক্ত করে দর নির্ধারণ করা হয়। ঠিকাদার মোল্লা সোহাগ ১০ শতাংশ প্রফিট কেন যুক্ত করে দর নির্ধারণ করা হয়েছে, তাকে আরো বেশি পার্সেন্ট ধরে প্রফিট দিতে হবে বলে মোবাইল ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বলেন।
একথা বলার পর প্রকৌশলী গোলাম কিবরিয়া অফিসে যোগাযোগ করতে বলেন, কিন্তু কোনো কথা না শুনে ফোনে নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া ও নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারার হুমকি প্রদান করেন ঠিকাদার মোল্লা সোহাগ।
এ অবস্থায় তারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন।
এদিকে, হুমকির ঘটনায় ভিসির কাছে লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে আরো ক্ষিপ্ত হন মোল্লা সোহাগ। এজন্য সোমবার আসরের নামাজ শেষে মহেশ্বরপাশার বাসায় ফেরার পথে নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াতের ওপর হামলা চালানো হয়। মোল্লা সোহাগের নেতৃত্বে এ হামলা হয় বলে উল্লেখ করেন প্রকৌশলী শেখ আবু হায়াত।
তবে হুমকি ও হামলার কথা অস্বীকার করে মোল্লা সোহাগ বলেন, তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কাউকে হুমকিও দেননি বা লাঞ্ছিতও করেননি। তবে শেখ আবু হায়াতের সঙ্গে তার মোবাইলে অন্যান্য বিষয়ে কথা হয়েছে। আর গতকাল বিকেলে তার সঙ্গে রাস্তায় কথা হয়েছে ঠিকই কিন্তু শারীরিকভাবে লাঞ্ছিত করেননি।
মানবকণ্ঠ/আরআই
Comments