
গাজায় যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েলের হামলার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২১ মার্চ)দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয় । এরপর সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। এতে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সমাবেশ শেষে ফিলিস্তিনের মুক্তির জন্য দোয়া করেন শিক্ষার্থীরা।
মিছিলে শিক্ষার্থীরা ‘হামাসের যোদ্ধারা, লও সালাম লও সালাম’, ‘ইন্তিফাদা ইন্তিফাদা, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বক্তারা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজানে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিশ্ব মানবতার এই সংকটময় সময়ে মুসলিম বিশ্বকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তাঁরা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে হত্যাযজ্ঞ চালানোর দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন।
সমাবেশে হাবিপ্রবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফাজ্জল হোসেন তপু বলেন, 'যুদ্ধ বিরতি থাকার পরও ইসরাইল যেভাবে ফিলিস্তিনীদের উপর হামলা ও নির্যাতন চালাচ্ছে তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।
তিনি আরও বলেন, আমরা দেখতে চাই মুসলিম বিশ্ব ফিলিস্তিনীদের জন্য কী পদক্ষেপ নিচ্ছে । মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানাবো তারা যেন এক হয়ে এই হামলার প্রতিবাদ জানায় । ইসরায়েল যেন ফিলিস্তিনে তাঁদের গণহত্যা বন্ধ করে ।'
ম্যানেজমেন্ট বিভাগের ১৮ ব্যাচের শিক্ষার্থী সুজন রানা বলেন, 'কুরআনের বাণী পড়ে ইহুদিরা বুঝে গেছে সামনে তাঁদের ধ্বংস অনিবার্য। যে কারণে আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালাচ্ছে, যেন আমরা কোনোভাবে তাঁদের সাথে বিজয় লাভ করতে না পারি । কিন্তু আমরা মুসলিমরা বলে দিতে চাই আমাদের মারতে মারতে একজন মুসলমানও যদি নিয়ে আসেন তবুও আমাদের বিজয় হবে। আমরা আগেও এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি, এখনো জানাচ্ছি এবং যত দিন পর্যন্ত এসব অপরাধ চলতে থাকবে, তত দিন আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’
Comments