ঈদের ছুটিতে শিক্ষার্থীশূন্য তিতুমীর কলেজ ক্যাম্পাস

যে ক্যাম্পাসকে ঘিরে শিক্ষার্থীদের ছিল হই-হুল্লোড়, বন্ধুদের সাথে প্রাণবন্ত আড্ডা, নিয়মিত ক্লাস আর ছুটি শেষে ক্যাম্পাসের বাসে বাসায় ফেরা। সেই উৎসবমুখর ক্যাম্পাসে এখন কেবল-ই শূন্যতা।
রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ঈদের ছুটিতে নাড়ির টানে ছুটে গেছে বাড়িতে। শহীদ মামুন চত্বর কিংবা শাকিল চত্বরে নেই শিক্ষার্থীদের আনাগোনা , শহীদ বরকত মিলনায়তনে জমে উঠে না শিক্ষার্থীদের গানের আসর, কলেজের ক্যান্টিন ‘বাঁশের কেল্লা’য় নেই কোন চা, সমুচা কিংবা সিঙ্গারা।
ঈদের ছুটিতে বাড়ি যাওয়া তিতুমীর কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তালহা জুবায়ের মানবকণ্ঠকে বলেন ,ঈদের ছুটিতে গ্রামের বাড়ির শান্ত পরিবেশে আছি, কিন্তু মনে হচ্ছে তিতুমীরের কোলাহল এখনো কানে বাজছে। বন্ধুহীন চায়ের কাপ ফাঁকা পড়ে আছে, যেন টংয়ের দোকানের আড্ডার অভাব বয়ে বেড়াচ্ছে। ক্লাসের ব্যস্ততা তখন বিরক্তিকর লাগলেও, এখন সেই ছোটাছুটিই যেন মনে পড়ছে সবচেয়ে বেশি। লাইব্রেরির গন্ধ, ক্যাম্পাসের ছায়াঘেরা পথ-সবকিছুই যেন দূর থেকে হাতছানি দিচ্ছে। প্রিয় ক্যাম্পাসের মাটিতে আবার পা রাখার অপেক্ষায় প্রতিটি দিন গুনছি!
গত ২ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে রাজধানীর এই ঐতিহ্যবাহী তিতুমীর কলেজে। চলবে আগামী ৬ এপ্রিল পর্যন্ত। মোট ৩৫ দিনের ছুটিতে বাড়ি ফিরেছে শিক্ষার্থীরা। এ বন্ধে রয়েছে পবিত্র রমজান, দোলযাত্রা , স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা ও শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ। আগামী ৬ এপ্রিল থেকে বিভিন্ন বর্ষের ক্লাস পূর্বঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে।
ঈদের ছুটিতে অনুভূতি প্রকাশ করেন তিতুমীর কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান জানান, ঈদ মানেই খুশি আর আনন্দ। বছরজুড়ে একাডেমিক ব্যস্ততা, পরীক্ষা, প্রেজেন্টেশনসহ নানাবিধ কাজের জন্য বাড়ি যাওয়ার সুযোগ খুব কমই ঘটে। তাই ঈদের ছুটি আলাদা করে আনন্দ বয়ে আনে আমাদের জন্য। বাড়ি যেয়ে পরিবার আর গ্রামের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আনন্দই আলাদা।
তবে তিতুমীর ক্যাম্পাস ছেড়ে শিক্ষার্থীরা চলে গেলেও থেমে নেই প্রকৃতির সাজসজ্জা। নতুন ঘাস সবুজ রঙে রাঙিয়েছে ক্যাম্পাসটির খেলার মাঠ। শিক্ষার্থীদের বিচরণ না থাকায় ঘাসগুলো আপন গতিতে বড় হয়ে উঠছে। বিভিন্ন ফুল ছড়াচ্ছে মন মাতানো সৌরভ। সন্ধ্যা নেমে আসলেই শহীদ বরকত মিলনায়তনের পাশের গাছগুলো থেকে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ।
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজের এই ক্যাম্পাসটি ঈদের ছুটি শেষে পুনরায় শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠতে শুরু করবে। আগামী ৬ এপ্রিল শেষ হবে টানা ৩৫ দিনের ঈদের ছুটি। আবার চিরচেনা প্রাণের প্রিয় ব্যস্ত ক্যাম্পাসটি শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে উঠবে।
Comments