
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের দাবির সাথে সংহতি জানিয়ে কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ মাছুদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বুধবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে বিক্ষোভ করে রুয়েট শিক্ষার্থীরা।
এসময় বিক্ষোভকারীরা 'এক দুই তিন চার, মাসুদ তুই গদি ছাড়', 'দফা এক দাবি এক মাছুদের পদত্যাগ', 'নব্য ফ্যাসিবাদ, নিপাত যাক, নিপাত যাক,' 'আমার ভাই হচ্ছে লাশ, ইন্টেরিম খাচ্ছে ঘাস', 'জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার', 'কুয়েট ভিসির গদিতে, আগুন জ্বালো একসাথে', 'মাছুদের গদিতে, আগুন জ্বালো এক সাথে', 'আমার ভাই মরছে, ভিসি কেনো হাসছে,' 'শিক্ষাঙ্গনে হামলা কেন, প্রশাসন জবাব চাই' প্রভৃতি স্লোগান দেন।
বিক্ষোভ শেষে যন্ত্রকৌশল বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী মেহরান আল বান্না ইউশা বলেন, “কুয়েটের অনশনরত ভাইবোনের কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ভূত কোনো ঘটনার দায় ছাত্রসমাজ নিবে না। কুয়েটের ভাইবোনেরা তাকিয়ে দেখো, তোমরা একা নও, গোটা বাংলাদেশ তোমাদের পাশে আছে। অনতিবিলম্বে দলান্ধ ভিসির পদত্যাগ, মিথ্যা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং ক্লাস চালু করার দাবি জানাচ্ছি।”
মেকাট্রনিক্স বিভাগের শিক্ষার্থী রাফি বলেন, ''কুয়েট শিক্ষার্থীদের তীব্র দাবির মুখেও ভিসি যে পদত্যাগ করতে অস্বীকৃতি জানাচ্ছে এর পিছনে আমরা রাজনীতির কালোছায়া দেখতে পাচ্ছি। কুয়েটিয়ানদের দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা আজ এখানে বিক্ষোভ মিছিল করছি। আমাদের কিছু ডিপার্টমেন্ট আজ ক্লাস পরীক্ষা বর্জন করেছে। যদি আজকের মধ্যে ভিসি পদত্যাগ না করে তবে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো। কুয়েটিয়ানদের দাবিই আমাদের দাবি। আমরা মাছুদের পদত্যাগ চাই।''
Comments