Image description

এবার চাকরির পরীক্ষার প্রশ্নে স্থান পেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ প্রসঙ্গ। 

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের উপসহকারী পরিচালক পদের প্রশ্নে ইংরেজি অংশে জানতে চাওয়া হয় ‘শহীদ আবু সাঈদের গ্রামের নাম কী?’ অপশনে দেওয়া ছিল—পীরগঞ্জ, বাবনপুর, পার্বতীপুর, মহিমাগঞ্জ। শুক্রবার (২২ নভেম্বর) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটের সামনের সড়কে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

তিনি ২০০১ সালে রংপুরের জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে মকবুল হোসেন ও মনোয়ারা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন। ছয় ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।