Image description

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোগান্তি ছাড়াই পরীক্ষা দেয়ার সুযোগ পেতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা। এবার ভর্তিচ্ছুরা তাদের প্রথম পছন্দের কেন্দ্রে পরীক্ষা দিতে পারবেন। অপরিবর্তিত থাকবে পরীক্ষার তারিখসমূহ । বাতিল হবে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি। নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।

শুক্রবার রাবির ভর্তি উপ-কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তিচ্ছুরা তাদের প্রদত্ত প্রথম পছন্দের কেন্দ্রেই পরীক্ষা দিতে পারবেন। ‘এ’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২ শিফটে অনুষ্ঠিত হবে। ১ম শিফট সকাল ১১ থেকে ১২টা পর্যন্ত এবং ২য় শিফট দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটের পরীক্ষা শুধু মাত্র ১ শিফটে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরীক্ষার তারিখসমূহ অপরিবর্তিত থাকবে এবং ভর্তি পরীক্ষার্থীদেরকে পূর্বের ইস্যু করা প্রাথমিক প্রবেশপত্রটি বাতিল বলে গণ্য হবে। শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য নতুন রোল নম্বর এবং প্রাথমিক প্রবেশপত্র ইস্যু করা হবে।

এর আগে, গত বুধবার ইস্যু করা অ্যাডমিট কার্ডে অনেক পরীক্ষার্থীর প্রথম পছন্দের কেন্দ্র রংপর, রাজশাহী ও খুলনা দিলেও ঢাকা ও চট্টগ্রাম এসেছিল। দূরে কেন্দ্র নির্বাচিত হওয়ায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলেন অনেকে।

মানবকণ্ঠ/আরআই