Image description

বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার পর থেকে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়েছে, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বিকেল সাড়ে ৫টায় উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এরপর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না। 

এ সময় যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ দুঃখ প্রকাশও করেন। 

এর আগে, রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটওভার ব্রিজে আগুন দেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে মিরপুর-১০ নম্বরে মেট্রোরেল লাইনের নিচেই আগুন জ্বলছে। এই অবস্থায় তখন চার স্টেশন বন্ধ রেখে দুই ভাগে চলাচলের সিদ্ধান্ত জানায় মেট্রোরেল কর্তৃপক্ষ।