Image description

রাজধানী ঢাকায় ছুটির দিন ছাড়া যানজট লেগেই থাকে। আর সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে যানজট যেন নিত্যসঙ্গী। তবে গত কয়েক সপ্তাহ ধরে যানজট বাড়ছে বলে যাত্রীরা অভিযোগ করছেন। স্বাভাবিক সময়ে সকালে অফিস সময় শুরু ও বিকেলে অফিস ছুটির সময়ে যানজট তৈরি হতে দেখা গেলেও, প্রধান সড়কগুলোতে এখন প্রায় সারা দিনই যানজট লেগে থাকছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। 

শেষ কর্মদিবসে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, বেশির ভাগ সড়কে যানবাহনের ব্যাপক চাপ। বিভিন্ন সিগন্যালে চাপ সামলাতে ট্রাফিক পুলিশের কর্মকর্তা ও সদস্যরা হিমশিম খাচ্ছেন। 

তেজগাঁও, পল্টন, বনানী, মহাখালী, বিজয় সরণি, কারওয়ান বাজার, সাতরাস্তা, মগবাজার, বাংলামটর, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, মিন্টো রোড, রামপুরা, বাড্ডা, নতুনবাজার, পল্টন এলাকায় যানবাহনের চাপ দেখা গেছে। 


মানবকণ্ঠ/এফআই