Image description

পুরান ঢাকার তাঁতীবাজারে পূজামণ্ডপে হামলার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় হিন্দু সম্প্রদায়।

শনিবার (১২ অক্টোবর) দুপুর ৩টা থেকে তাঁতীবাজার গোলচত্বর এলাকার সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এ সময় তারা গতকালের ঘটনায় যারা জড়িত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী বংশালের বাসিন্দা সায়েম বলেন, গতকালকে দুর্বৃত্তরা মণ্ডপে হামলা করেছে। তাদের হামলা সফল না হলেও হামলাকারীকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে আমাদের পাঁচজন ভাই আহত হন। তারা এখনো হাসপাতালে ভর্তি আছেন। যারা এই হামলার সাথে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে আমরা এখানে আন্দোলন করছি।

তিনি জানান, তারা রাস্তা অবরোধ করলেও অ্যাম্বুলেন্স ও জরুরি পরিবহনগুলো ছেড়ে দিচ্ছেন।

এর আগে শনিবার রাত আটটার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপ এলাকায় ছিনতাইকারীরা পেট্রোল বোমাসদৃশ একটি বোতল ছোড়ে। কিন্তু সেটি বিস্ফোরিত হয়নি। এ সময় তাদের বাধা দিলে পাঁচজনকে ছুরিকাঘাত করে। মন্দিরের লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেন। আটক ব্যক্তিরা হলেন, আকাশ (২৩), মো. হৃদয় ও মো. জীবন (১৯)। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।