Image description

ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ রানা (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সহকর্মীদের বিরুদ্ধে। রানা একটি প্লাস্টিকের জুতার কারখানার কর্মচারী ছিল বলে জানিয়েছেন স্বজনেরা। সে বরিশালের উজিরপুর উপজেলার ডাকবাংলো গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।  পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় ভাড়া থাকত সে।

বুধবার রাত ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু ইসরাক জানান, রানা কেরানীগঞ্জের কলাতিয়া এলাকায় একটি প্লাস্টিকের জুতার কারখানায় কর্মচারী হিসেবে কাজ করত। বুধবার বিকেলের দিকে ফ্যাক্টরির বাইরে সহকর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয় রানার। পরে ফ্যাক্টরির লোকজন দুই পক্ষকে মীমাংসা করে দেয়। কিন্তু এতে একটি পক্ষ মীমাংসা মেনে নেয়নি।

তিনি জানান, এরই জেরে রাতের দিকে মোবাইল ফোনে কল করে রানাকে ডেকে নেয় তার সহকর্মীদের একটি অংশ। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা রানার গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রানাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় রানা আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি কেরানীগঞ্জ থানা-পুলিশকে জানিয়েছি।’