Image description

রাজধানীর গুলিস্তানের পাতাল মার্কেট চত্বরে দুই বাসের চাপে পড়ে মো. নজরুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি একটি ট্রাভেল এজেন্সির ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতের দিকে গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে জরুরি বিভাগে আনা হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

নজরুল ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব দেবপুর গ্রামের নুরুল আমিনের ছেলে। পুরান ঢাকার নারিন্দা এলাকার ধোলাইখালে ভাড়া থাকতেন তিনি।

নজরুলকে হাসপাতালে নিয়ে আসা পথচারী সাব্বির হোসেন জানান, ‘আজ রাতের দিকে গুলিস্তান পাতাল মার্কেট এলাকা দিয়ে রাস্তা পারাপারের সময় স্টাফ কোয়ার্টার ও দোয়েল পরিবহনের বাসের চাপায় পড়ে গুরুতর আহত হন ওই ব্যক্তি। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিযলে চিকিৎসক জানান, ওই ব্যক্তি আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে নজরুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

মানবকণ্ঠ/এসআরএস