Image description

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুড়িল বিশ্বরোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম সায়মন ওরফে সাব্বির (২৪)। তার বাড়ি টাঙ্গাইলের কালিহাতি উপজেলার রামপুর দক্ষিণ পাড়ায়। বাবার নাম আবুল হোসেন। সায়মন মানিকগঞ্জে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করতেন।

নিহত সায়মনের বড় ভাই ফিরোজ আহমেদ জানান, মানিকগঞ্জের দৌলতপুরে ওয়ালটন কোম্পানিতে অফিস সহকারী হিসেবে চাকরি করেন সাব্বির। সেখানেই থাকত সে। পদোন্নতির পরীক্ষা দিতে মঙ্গলবার ঢাকার ভাটারা এলাকায় এসেছিল। পরীক্ষা শেষে ফেরার জন্য রওনা হলে দুর্ঘটনার শিকার হন। জানতে পেরেছি, কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, দুই মাস আগেই তার বিয়ের কাবিন করে রাখা হয়েছিল। কিছুদিন পরই বিয়ের অনুষ্ঠান করার কথা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।