রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়া পানির টাংকির গলির একটি বাসায় বাপের বাড়ি না যেতে দেওয়ায় স্বামীর সাথে অভিমান করে বিষ পানে মোসাম্মৎ তামান্না (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।
শনিবার বিকেল পৌনে চারটা নাগাদ অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
জানা য়ায়, গৃহবধু তামান্না নরসিংদীর রায়পুরা উপজেলার মধ্যনগর গ্রামের মন্টু মিয়ার মেয়ে। বর্তমানে স্বামীর সাথে তেজগাঁও এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের আত্মীয় স্বপ্না বেগম বলেন, ‘তামান্নার স্বামী জুয়েল ফেরি করে মুরগি বিক্রি করেন। গতরাতে তার স্বামীর কাছে জেদ ধরে ছিল বাপের বাড়ি যাওয়ার। এতে তার স্বামী যাবার অনুমতি না দিলে আজ দুপুরের দিকে সবার অগোচরে বিষ পান করে অসুস্থ হয়ে পড়ে তামান্না। পরে আমরা বিষয়টি জানতে পেরে প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে আজ বিকেলের দিকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান তামান্না আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে তামান্নার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
Comments