আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাজধানীর বনশ্রীতে উল্টে খালে পড়েছে। এ দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
শনিবার পৌনে ছয়টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, রাজধানীর বনশ্রী এলাকায় আলিফ পরিবহনের ওই বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। পাঁচজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়দের বরাতে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
রোজিনা আক্তার জানান, স্থানীয় একজনের ফোন কলের মাধ্যমে তারা দুর্ঘটনার বিষয়ে জানতে পারেন। তবে, উদ্ধার কাজে যাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটটি সেখানে কাউকে আহত অবস্থায় পায়নি বলে জানান তিনি।
বাসটি উদ্ধারের পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানান ডিউটি অফিসার রোজিনা আক্তার।
মানবকণ্ঠ/আরআই
Comments