গণপূর্ত অধিদপ্তরে কর্মরত বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিইএব) ৮১ সদস্য বিশিষ্ট শাখা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি করা হয়েছে প্রকৌশলী মুহাম্মদ আনিসুজ্জামানকে। মহাসচিব হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ বোরহান উদ্দিন।
গত বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের সভাকক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. ইয়াছিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখা কমিটি গঠন করা হয়।
ডিইএব জানিয়েছে, প্রকৌশলী মো. এনামুল হককে সিনিয়র সহসভাপতি করা হয়েছে। এ ছাড়া ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা ও ফরিদপুর অঞ্চলের প্রতিটিতে একজন করে সহসভাপতি বাছাই করা হয়েছে। ছয়জনকে যুগ্ম মহাসচিব করা হয়েছে। একজন সাংগঠনিক ও তিনজনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, একজন অর্থ সম্পাদক ও দুজনকে সহ-অর্থসম্পাদক করা হয়েছে। একজন দপ্তর ও দুজনকে সহ-দপ্তরসম্পাদক করা হয়েছে। একজনকে প্রচার ও জনসংযোগ সম্পাদক ও তিনজনকে সহপ্রচার ও জনসংযোগ সম্পাদক করা হয়েছে। একজন করে প্রকাশনা ও সহপ্রকাশনা সম্পাদক করা হয়েছে। একজন করে সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক করা হয়েছে।
ডিইএব আরও জানিয়েছে, একজনকে সমাজকল্যাণ ও একজনকে সহ-সমাজকল্যাণ সম্পাদক করা হয়েছে। একজনকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করা হয়েছে। একজন করে আইন বিষয়ক সম্পাদক ও সহ- আইন বিষয়ক সম্পাদক করা হয়েছে। একইভাবে একজন করে চাকরি বিষয়ক সম্পাদক ও সহ-চাকরি বিষয়ক সম্পাদক করা হয়েছে। একজনকে ধর্ম বিষয়ক সম্পাদক ও একজনকে সহ-ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া একজনকে মহিলা সম্পাদিকা করা হয়েছে। আর ৩৩ জনকে কমিটির নির্বাহী সদস্য করা হয়েছে।
মানবকণ্ঠ/এসআরএস
Comments