সচিবালয়ের সাত নম্বর ভবনের ৮তলা থেকে একটি কুকুরে পুড়ে অংগার হয়ে যাওয়া দেহ খুঁজে পেয়েছে ফায়ার সার্ভিস। রাতের বেলা রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের মতো একটি জায়গায় ৮তলায় কীভাবে একটি কুকুর গেলে সেটি নিয়ে সবার মনে প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ফায়ার ফাইটার মো. ইমরান শিকদার বলেন, কোনো ভবনে আগুন নির্বাপণ করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো ভবন খুঁজে দেখা হয়। কারণ সেখানে আহত বা নিহত অবস্থায় কেউ থাকতে পারেন। সেই কাজ করার সময় আমরা কুকুরের পুড়ে যাওয়া দেহটি খুঁজে পাই।
পুড়ে যাওয়া ৭ নম্বর ভবন সার্চ করা আরেক ফায়ার ফাইটার মো. তরুণ বলেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ৮তলা পুরোপুরি পুড়ে গেছে। এখানে দেওয়ালের প্লাস্টার খসে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কাগজ পত্র সব পুড়ে গেছে।
তিনি আরও বলেন, শুধু ৮তলা নয় ভবনের ৬, ৭ ও ৯ তলাতেও কম বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।
এর আগে আজ রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরই সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়লে একে একে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট অগ্নিনির্বাপণ কাজে যোগ দেয়। পরে ৬ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
মানবকণ্ঠ/আরআই
Comments