Image description

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনীর জন্য স্থাপিত ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শিত হওয়ায় আইনি ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বেসরকারি সংস্থা সহজ ডট কমের মাহফুজুর রহমান নয়ন নামে এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক- ঢাকা কর্তৃক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমিটির সদস্যরা হলেন- ডিভিশনাল কমার্শিয়াল অফিসার-ঢাকা, ডিভিশনাল সিগনাল অ্যান্ড টেলিকম ইঞ্জিনিয়ার-ঢাকা এবং ডিভিশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার-ঢাকা।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ৩৫ মিনিট পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের তথ্য প্রদর্শনের জন্য স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে অশ্লীল ছবি প্রদর্শন হতে থাকে। বিষয়টি কয়েকজনের নজরে এলে তারা বন্ধের চেষ্টা করেন। পরে বন্ধ করতে না পেরে ইট মেরে ডিসপ্লে বোর্ড ভেঙে ফেলেন সেখানে থাকা একজন।

জানা গেছে, অনুসন্ধান কাউন্টারের সামনের মনিটরগুলো তদারক করে রেলওয়ের টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান সহজ ডটকম। এর আগে গত ২৭ অক্টোবর কমলাপুরে রেলওয়ের ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনায় রেলওয়ের এক প্রকৌশলীকে বরখাস্ত, নিরাপত্তাবাহিনীর এক সদস্যকে বদলি করা হয়েছিল। পাশাপাশি জিআরপি থানায় মামলাও করে রেলওয়ে।

রেল কর্মকর্তা মহিউদ্দিন আরিফ বলেন, গত অক্টোবরের ওই ঘটনার পর কিছু ডিসপ্লে বোর্ডের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল।

রেলওয়ের মনিটরে যেন আপত্তিকর কোনো কন্টেন্ট না আসে সে বিষয়ে সতর্ক করে সহজকে আগেও চিঠি দিয়েছিল রেলওয়ে। তারপরও তারা এবারের বিষয়টি ঠেকাতে ব্যর্থ হয়েছে।

মানবকণ্ঠ/আরআই