রাজধানীর হাতিরঝিল এলাকায় মহানগর ব্রিজের ওপর দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. আফজাল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যয় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আফজাল মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল গ্রামের মো. লিয়াকত আলীর ছেলে। বর্তমানে তেজগাঁওয়ের বেগুনবাড়ি এলাকায় ভাড়া থাকতেন তিনি। আফজাল হোসেন গাড়ির মেকানিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন স্বজনরা।
আফজালের বন্ধু রবিন বলেন, ‘শুক্রবার ছুটির দিন থাকায় আফজাল বিকেলের দিকে মোটরসাইকেল নিয়ে হাতিরঝিলে ঘুরতে গিয়েছিল। এ সময় হাতিরঝিলের মহানগর ব্রিজের ওপর আফজাল নিজেই মোটরসাইকেল চালাচ্ছিল। পরে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে রাস্তার পাশে আইল্যান্ডের ওপর ছিটকে পড়ে বুকে ও মাথায় আঘাত পায় আফজাল। পরে খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আফজাল আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, নিহত ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি হাতিরঝিল থানা পুলিশকে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই
Comments