Image description

রাজধানীর উত্তরখান থানার কুড়ি পাড়ায় পারিবারিক কলহের জেরে রুনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেন।  শনিবার দুপুরের দিকে বাসা থেকে এই  গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত রুনা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে।

উত্তরখান থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম বলেন, আমরা খবর পেয়ে উত্তর খানের কুড়ি পাড়ার একটি বাসা থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়।

এসআই সালাম আরও বলেন, আমরা নিহতের স্বজনের সঙ্গে কথা বলে জানতে পারি পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমানে করে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মানবকণ্ঠ/এসআর