Image description

প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধের দাবিতে রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন শতাধিক নারী। তাদের দাবি, দেশের নারীদের সংস্কৃতিকে বিনষ্ট ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্যে কিছু ধর্মবিদ্বেষী প্রশাসনের নাকের ঢগায় প্রকাশ্যে ধূমপান নিয়ে আস্ফালন করে বেড়াচ্ছে। তারা চায় দেশটাকে মাদকের আখড়ায় পরিণত করতে এবং দেশের নারী সমাজকে সেই বিপথগামীতার দিকে নিয়ে যেতে।

বুধবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরবাসীর ব্যানারে লালমাটিয়ায় এ মিছিল বের করা হয়।

মিছিলে ‘নেশাখোরদের আস্তানা, এই বাংলায় হবে না’, ‘ধূমপান নিষিদ্ধ কর, করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় নারীদের। পরে মিছিলে সংহতি জানিয়ে যোগদেন লালমাটিয়ার স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় নারীরা বলেন, লালমাটিয়াসহ পুরো ঢাকা শহর মাদকের আখড়ায় পরিণত হয়েছে। বিভিন্ন বয়সের ছেলে-মেয়েরা প্রকাশ্যে মাদক গ্রহণ করছে। তাদের কারণে শিশুরাও বিপথগামী হচ্ছে। এমনকি এসবের প্রতিবাদ করলে তারা রাস্তায় নেমে আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় সংবাদমাধ্যমেও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া আমেনা ইসলাম নামের এক নারী বলেন, আমাদের মা-বোনেরা কখনোই যেখানে-সেখানে বসে সিগারেট খেতে পারেন না। এটা আমাদের সংস্কৃতি না। এটা আমাদের দেশের মেয়েদের কাজও না। এটা যেমন আমাদের ধর্ম নিষেধ করেছে, আমাদের সমাজেও এটা বেমানান। যারাই এ কাজ করছে, তারা বিদেশি সংস্কৃতি আমদানির মাধ্যমে দেশের মা-বোনদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

সামিনা ইয়াসমিন নামের আরেক নারী বলেন, ধূমপানের কারণে নানাবিধ ক্ষতি হচ্ছে। প্রকাশ্যে ধূমপান শিশুসহ অধূমপায়ীদের বেশি ক্ষতি করছে। আমরা সরকারের কাছে দাবি জানাই সারা দেশে ধূমপান ও মাদক নিষিদ্ধ করা হোক।