
রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহী মসজিদ বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।
গভীর রাতে লাগা আগুনে সবকিছু হারিয়ে আর্তনাদ করেন মোল্লাবস্তির বাসিন্দারা। আগুনের উত্তাপে ঘুম ভাঙে তাদের। কিছু বুঝে উঠার আগেই আগুনে ছাই পুরো বস্তি। এ সময় জান বাঁচাতে যে যেভাবে পেরেছেন বেরিয়ে আসেন ঘর থেকে; কোনোরকমে প্রাণ বাঁচালেও নিয়ে আসতে পারেননি কোনো মালামাল।
স্থানীয়রা জানান, বস্তির ঠিক পাশেই ছিল টায়ার, মোটর পার্টসসহ কেমিক্যালের দোকান। অনুমোদনহীন এসব দোকান থেকেই আগুন ছড়িয়ে পরে। পরে ৮ ইউনিটের দেড় ঘণ্টায় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মানবকণ্ঠ/আরআই
Comments