
রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউলাহাটি শহীদ কাউসার রোড এলাকার একটি বাসা থেকে মোছা. শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ মার্চ) দুপুরের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
শাহিনুর বগুড়া সদরের আমতলী গ্রামের আইয়ুব আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে কামরাঙ্গীরচর এলাকায় ভাড়া থাকতেন।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে গত রাত বারোটার দিকে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি শহীদ কাউছার রোড এলাকার একটি বাসার পঞ্চমতলা থেকে শাহিনুর নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
Comments