
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে রাজধানীর সাতরাস্তার সড়ক অবরোধ করে রাখেন। এতে মগবাজার-মহাখালী, খামারবাড়ি-ফার্মগেট-শাহবাগ-কারওয়ান বাজার ও তেজগাঁও শিল্প এলাকার কয়েক জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে শিক্ষার্থীদের সড়কে অবস্থানের তথ্য নিশ্চিত করেছে।
পোস্টে লেখা হয়েছে, সাতরাস্তায় ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউটের প্রায় ৩০০ থেকে ৪০০ জন ছাত্র-ছাত্রী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী হয়ে সাতরাস্তার দিকে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
তবে শিক্ষার্থীরা কী দাবি নিয়ে সড়কে অবস্থান করছেন প্রাথমিকভাবে তা জানা যায়নি।
মানবকণ্ঠ/আরআই
Comments