Image description

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ। তারই অংশ হিসেবে  ২৫ নারীকে আত্মনির্ভরশীল করতে দিনব্যাপী প্রশিক্ষণ দিলো লোকাল চ্যাপ্টার জেসিআই মানিকগঞ্জ।

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরে 'স্বপ্নের সুতো' শীর্ষক প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজিত হয়। কর্মশালায় সেলাই, টেইলারিং ও ব্লক বাটিক এর বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং প্রয়োজনীয় গাইডলাইন পান, যা তাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে সহায়তা করবে। এই প্রশিক্ষণের মাধ্যমে ২৫ জন নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে সহায়তা করে জেসিআই মানিকগঞ্জ। 

এই বিষয়ে জেসিআই মানিকগঞ্জের ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন,"আমরা বিশ্বাস করি, দক্ষতা উন্নয়ন মানেই ক্ষমতায়ন। এই কর্মশালার মাধ্যমে নারীরা নতুন দক্ষতা অর্জন করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও আমরা এমন উদ্যোগ অব্যাহত রাখব।"

তিনি আরও বলেন, জেসিআই মানিকগঞ্জ ভবিষ্যতে আরও এ ধরনের উদ্যোগ নিয়ে আসবে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা সবাই মিলে এগিয়ে গেলে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

প্রকল্পের কো কনভেনর এবং জেসিআই মানিকগঞ্জের ২০২৫'র ভাইস প্রেসিডেন্ট বিউটি আক্তার ফাহমিদা বলেন, "নারীদের আত্মনির্ভরশীল করতে হলে দক্ষতা বৃদ্ধি অপরিহার্য। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা শুধু নতুন কিছু শিখেননি, বরং নিজেদের কর্মসংস্থানের পথও তৈরি করেছেন। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণ করব।"

এই উদ্যোগে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন JCI Manikganj-এর লোকাল সেক্রেটারি জেনারেল আরিফ হোসাইন, জেনারেল লিগ্যাল কাউন্সিলর এস এম মাহমুদ শারাফাত, লোকাল ডিরেক্টর সাবরিনা পারভিন খান এবং মানিকগঞ্জের মেম্বার খানিয়া ববি সহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় কর্মশালাটি সফলভাবে সম্পন্ন হয়েছে।