Image description

শুরু হয়েছে ঈদের ছুটি। আজ শুক্রবার ভোর থেকেই স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছে নগরবাসী। এতে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।

বাস টার্মিনালগুলোতে দেখা গেছে, টার্মিনালগুলোর সামনে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। এসব সড়কে গাড়ি ঢুকতে ও বের হতে অনেক সময় লাগছে। কাউন্টারগুলোতে কাঙ্ক্ষিত গাড়ির জন্য অপেক্ষায় রয়েছেন যাত্রীরা।

যাত্রীরা বলছেন, গরম, ভিড় আর যানজট উপেক্ষা করে নিজের স্বজনদের কাছে ঈদ উদযাপন করতে যাওয়ায় আনন্দিত তারা। বাড়তি ভাড়া নেওয়ারও তেমন অভিযোগ নেই।

কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনে ভিড় থাকলেও ট্রেনের সূচি ঠিক থাকায় স্বস্তির কথা জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, যাত্রীর চাপ রয়েছে তবে ট্রেনের সূচি ঠিক থাকায় সবাই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেন।

স্টেশন কর্তৃপক্ষ জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি রয়েছে। সময়মতো ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। যাত্রী ভোগান্তি নেই।