Image description

এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে আনন্দময় করতে ঈদ উপহার বিতরণ করেছে পরিবেশ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট (ভিএফই)। বুধবার রাজধানীর ধানমন্ডির সুরভী স্কুলের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মধ্যে এসব উপহার বিতরণ করা হয়।

সুবিধাবঞ্চিত শিশুদের ঈদকে রাঙাতে নতুন পোশাক, শিক্ষা উপকরণ ইত্যাদি বিতরণ করে ভিএফই। এতে সহযোগিতা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এনভায়রনমেন্টালিস্ট সোসাইটি।

নতুন জামা ও শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিশুরা। জানতে চাইলে সুরভী স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী লিলি বলে, ‘খুব খুশি লাগছে! আমাদের কথা তো কেউ মনে রাখে না। নতুন জামা পেয়ে ঈদের খুশি বেড়ে গেল। ঈদের দিন নতুন জামা পরে ঘুরতে পারব, ঈদ পালন করতে পারব।’

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ও মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ড. এ বি এম শহীদুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সব সময় কাজ করে যাচ্ছি। এ ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

জানতে চাইলে উদ্যোক্তা প্রতিষ্ঠান ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্টের প্রতিষ্ঠাতা শেখ শাহরুখ ফারহান বলেন, ‘এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ভলান্টিয়ার ফর এনভায়রনমেন্ট। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানায় সংগঠনটি।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. সিরাজুল হক, মার্কেটিং বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব ড. মো. নেয়ামুল ইসলাম, শিক্ষক মোমতাজ আহসান বকুল, মমতাজ আহসান, সুরভী স্কুলের নির্বাহী পরিচালক ও এমডি আবু তাহের, দেওয়ান রাশিদুল হাসান, মফিজুর রহমান লিটন, জুয়েল আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন।