Image description

প্রিয়জনদের সঙ্গে ঈদুল ফিতরে স্বস্তির সময় কাটিয়ে এখন কর্মস্থলে ফিরছে মানুষ। রাজধানী ঢাকাসহ দেশের সব শহরে কর্মব্যস্ত মানুষ ফিরতে শুরু করেছেন। বিশেষ করে সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতসহ যাদের ছুটি আজ শেষ হচ্ছে, তারা এখন ফিরছেন। রোববার থেকে তাদের কর্মস্থলে যোগ দিতে হবে।

বিভিন্ন পথে শুক্রবার হাজার হাজার মানুষ ঢাকায় ফিরেছেন। আজ শনিবার সরকারি ছুটি শেষ হওয়ায় সড়ক, নৌ ও রেলপথে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এবার ঈদে স্বস্তিতে ঘরে ফেরা মানুষের মতো কর্মস্থলেও স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। তবে বরিশাল থেকে ঢাকা-চট্টগ্রামসহ বিভিন্ন শহরে ফেরা যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সরেজমিন শুক্রবার সড়ক, নৌ ও রেলপথে হাজার হাজার মানুষকে দেশের বিভিন্ন স্থান থেকে নিজ নিজ কর্মস্থলে ফিরতে দেখা গেছে। বিশেষ করে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট ও বাসটার্মিনালগুলোয় ঈদ উদ্যাপন করে ফেরা মানুষের ভিড় দেখা গেছে। সরেজমিন আরও দেখা যায়, দুর্ভোগহীন অন্যরকম এক ঈদযাত্রায় স্বস্তিতে বাড়ি ফিরেছিল মানুষ। একইভাবে স্বস্তিতে ঢাকায় ফিরছেন তারা। দীর্ঘ ছুটি থাকায় শুক্রবারও স্বস্তিদায়ক ছিল ফেরার যাত্রা।