Image description

রাজবাড়ী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাজধানীর মহাখালী থেকে ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিএমপির পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ঢাকা ও রাজবাড়ীতে একাধিক মামলা রয়েছে৷ এর যেকোনো একটি মামলা থাকে গ্রেপ্তার দেখিয়ে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) আদালতের সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট কাজী কেরামত আলী, তার ভাই জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ ১৭০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

রাজবাড়ী সদর থানায় মামলাটি করেন সদর উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা ও কোটা সংস্কার আন্দোলনের অংশগ্রহণকারী রাজিব মোল্যা। মামলায় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগ করা হয়েছে।