Image description

রাজধানীর গুলশানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে গুলশানের ২ নম্বর গোল চক্করে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ফারজানা কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আব্দুল বক্করের মেয়ে। বাড্ডার নতুন বাজার এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের বোন নাদিয়া আক্তার বলেন, ‘আমার বোন ফারজানা আক্তার গুলশানের একটি বিউটি পার্লারে কাজ করতেন। রোববার রাতে তিনি একটি মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় তাঁর ওড়না অসাবধানতাবশত মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে যায়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন আমার বোন। পরে বিষয়টি আমরা জানতে পেরে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার বোন আর বেঁচে নেই।’ 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাজধানীর গুলশানে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফারজানা আক্তার মিম নামে এক নারী নিহত হয়েছেন। তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।