Image description

রাজধানীতে পৃথক এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী ও ভাটারা এলাকায় এসব ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- যাত্রাবাড়ীতে অটোরিকশার চালক মো. আব্বাস ও যাত্রী সবজি ব্যবসায়ী আব্দুল লতিফ এবং ভাটারায় সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কর্মী মো. আহসান।

যাত্রাবাড়ীতে আহত ব্যবসায়ীর ভাই সুমন বলেন, ভোরে অটোরিকশায় যাওয়ার সময় যাত্রাবাড়ীর জনপথ মোড়ে তিন ছিনতাইকারী আমার ভাইয়ের পথরোধ করে। তারা চাপাতি দিয়ে চালকের ডান হাত ও বাম পা এবং আমার ভাইয়ের বাম হাঁটুর নিচে আঘাত করে। আমরা খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। 

অপর ঘটনায় ভাটারা এলাকায় আহত হন মো. আহসান। তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী শাহাবুদ্দিন বলেন, আমরা ভাটারায় সিটি কর্পোরেশনের এসটিএসে কাজ করি। ভোরের দিকে ময়লা পরিষ্কার করার সময় কয়েক ছিনতাইকারী আহসানের ডান উরুতে ছুরিকাঘাত করে মোবাইল ফোন নিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়। সংশ্লিষ্ট থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।